গাঙচিল

কারাগারের বুক ফেটে উঠে আসে যক্ষ্মা রুগীর রক্ত
মুখে তবু ভাটিয়ালি সুর
ও পদ্মা, মনে রেখেছো কি তারে, তোমার বড় নাওয়ের মাঝি
ভাইয়ের-মায়ের-আপুর
প্রাণভোমরা, হৃদয়ের জান, কইলকাত্তার পথে এসে আজ
কেমন, উথালপাথাল, ঝড়ে ভেঙে খান খান
হৃদপিণ্ড গলে যায়, উদ্বাস্তু কলোনীতে ভাত নাই, পানি নাই
ভূখা মাটির লতা, স্বপ্নহারা, আকাশের পানে কেমন মিটমিটাইয়া চায়
ঢেউ গুলান রাইতের নদীতে জ্বালাইয়া চান্দের বাতি
হক্কল দেশেতে করে পিরিত, তবু পরান-বিরতি
বজ্রপাতের মতো আকাশ-ভাঙা ফাটল সীমানা
কারাগারের বুক ফেটে দমকে ওঠে যক্ষ্মা রুগীর কাশি
হেমাঙ্গ বিশ্বাস অজেয়,বাস্তুহারা, লড়াকু মেহনতি মানুষের বাঁচার ঠিকানা