ঈদ
নীল আকাশে ছড়িয়ে গেছে
বাঁকা চাঁদের হাসি
ঈদ এসেছে স্বপ্ন নিয়ে
খুশির পাশাপাশি।
মাঠে গিয়ে এক কাতারে
পড়বে স‘বে নামায
মিলবে এসে ধনী গরিব
থাকবে না তো লাজ।
নামাজ শেষে কোলাকুলি
কুশল বিনিময়
দূরে রবে হিংসা বিদ্বেষ
পাপের হবে ক্ষয়।
এমন খুশি যাক ছড়িয়ে
সারা বিশ্বময়
সব মানুষে মিলে যেনো
এক পরিবার হয়।
অনন্যা/জেএজে