Skip to content

৯ই ফেব্রুয়ারী, ২০২৫ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

শীতের প্রচ্ছদে

মন-খারাপের ভেজা নরম তামাটে রোদে
শুকায় যেন কার, নিশ্চুপ স্মৃতির স্তূপ,
শুষ্ক ঝরা-পাতার মর্ম বিলাপে বেজে উঠে
চুপ-কথার ভায়োলিনে অবরোহে মিহি সুর।
হিম ছুঁয়ে ধূসর ঘন কুয়াশার প্রচ্ছদে আঁকে

নিষিক্ত নিঝুম রাত্রির বিষণ্ন বেদনা বিধূর।
শিশিরে সমর্পিত ঘাসের শ্মশানের নীরবতা
শীতের নিঠুর নিঃসঙ্গ রাতের গোপন ব্যথা।
রাত্রির ধ্যানে ঝিমায় বৃক্ষরাজি মাথা নুয়ে
শীতের নহর টুপটাপ ঝরে হরিৎ পাতা চুঁয়ে।

নিঃশব্দ অন্ধকারে বস্তির কনকনে হিমরাত
ঘোলাটে ঝিমধরা ভোরে নিস্তেজ ফুটপাত।
কুয়াশা ভেঙে চৌরাস্তায় আসেনি যুগল কাক
সরগোলে মাতেনি এখনও শালিকের ঝাঁক।

দিনাতিপাতে ত্রস্তপদে জবুথবু আবছায়া নারী
শীতে উষ্ণতা যাচে হাড্ডিসার আদুল কিশোরী।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ