রক্তাক্ত মার্চ
সবুজ ঘাস রক্তে ভেসে
হয়ে যায় লাল,
একাত্তরে এমন দিনে
দেশ উত্তাল।
বীর বাঙালি জাগ্রত হয়
মুক্তির টানে,
স্বাধীনতার হাতছানি
সব মনে প্রাণে।
বুকের তাজা রক্ত দিয়ে
যায় বহু প্রাণ,
বিলিয়ে দেয় জীবন তবু
দেয় নাকো মান।
রক্তঝরা মার্চ এলে
ব্যথাতুর মন,
লক্ষ প্রাণের বিনিময়েই
আসে শুভ ক্ষণ।