অভিমান
পল্লী কবি জসীম উদ্দিন
করলো অভিমান,
হারিয়ে গেছে গাঁও-গ্রামের
জারি, সারি গান।
গ্রাম বাংলার কথা যে আজ
সবাই গেছে ভুলে,
মঙ্গলগ্রহ নিয়ে সবাই
নাচে হেলেদুলে।
হারিয়ে গেছে ঢেঁকি যে আজ
এবং গরুর গাড়ি,
কলসি কাঁখে নদীতে জল
আনতে যায় না নারী।
হারিয়ে গেছে রাখাল ছেলের
বাঁশের যাদুর বাঁশি,
অভিমানে পল্লী কবির
মুখেতে নেই হাসি।