জীবন খাতা

জীবন খাতার এক পৃষ্ঠায় লেখা সুখের প্রবন্ধ,
অপর পৃষ্ঠায় দুঃখের শিরোনাম
কিছু পৃষ্ঠায় কাটাকাটি আর কাটাকাটি-
কলমের কালিতে ভরপুর।
মাঝে মাঝে কিছু পৃষ্ঠা শূন্যই রয়ে যায়,
এই শূন্যতা কখনো পূরণ হয় না,
নতুন পৃষ্ঠায় কলম দিয়ে লিখতেই মন চায়
কে আর খোঁজে মাঝের শূন্য পৃষ্ঠা?
অথচ অপেক্ষার পর অপেক্ষা চলে যায় সহস্র বছর,
শূন্য পৃষ্ঠা দিন গুনতে থাকে
হয়তো আজ লিখবে আমার হৃদে-
বহুকালের জমানো কথা।
জীবন খাতার শেষ পৃষ্ঠায় কবে
লেখা হবে বিদায়ী ভাষণ?
কেউ তো জানিনা হঠাৎ করেই যাবো চলে
অন্ধকার ঘরে কাউকে না বলে।।