মেঘের সাথে
ইচ্ছে আমার মেঘের সাথে
বলব কথা হেসে
শুভ্র মেঘের থাকব সাথে
অনেক ভালোবেসে।
আকাশের ঐ মেঘের সাথে
থাকব সারাদিন
ইচ্ছে পূরণ হলে মনে
বাজবে সুখের বীণ।
শুভ্র মেঘের লুকোচুরি
দেখবো উদাস চোখে
ভালোবাসার রঙ ছড়াবো
কাটবে সময় সুখে।
মেঘের রাজ্যে ভাসব যখন
লাগবে ভীষণ ভালো
কে যাবে ভাই আমার সাথে
বলো তোমরা বলো।
নীল আকাশে উড়ব আমি
থাকব মেঘের সাথে
এমন ইচ্ছে মনে আমার
কেমনে পারি যেতে?