Skip to content

১২ই নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার | ২৭শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

স্বস্তির বৃষ্টি

আকাশজুড়ে মেঘ জমেছে
সূর্য ঢেকে গেলো,
ঝপঝপিয়ে এখন বুঝি
ধরায় বৃষ্টি এলো।

ধরার বুক আজ খরতাপে
জনজীবন অস্থির,
একটু খানি বৃষ্টি হলে
জীবনটা হয় স্বস্তির।

আকাশ জুড়ে বিদ্যুৎ চমকায়
গুড়ুম গুড়ুম ডাকে,
পাখিগুলো বাসায় ফিরে
উড়ে ঝাঁকে ঝাঁকে।

হটাৎ করে শতনালে
বৃষ্টি এলো দেশে,
জনজীবন মধুর হলো
স্বস্তি এলো শেষে।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ