শ্রাবণ দিনে
শ্রাবণের মুষলধারা বৃষ্টি
ঝরছে রাতদিন ভর,
জোড়াতালি টিনের চালে
থাকতে লাগে ঢরঢর।
থেমে যায় শ্রাবণের মেঘ
আর কতো তুই ঝরবি,
আকাশে তোর হয়না ঠাঁই
মাটিতে কতো পড়বি।
শ্রাবণের মেঘে যেন আজ
উঠোন হয়েছে কাদা,
যেন অবিরাম বৃষ্টির ঢল
মানছে না কোন বাঁধা।
ঘনকালো মেঘ শ্রাবণ দিনে
নীল আকাশে উড়ে,
রোদেলা দুপুরে হঠাৎ করে
বৃষ্টির ফোঁটা পড়ে।