Skip to content

৮ই জুন, ২০২৩ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

নদী

যমুনা ঘাঘট করতোয়া আর কুশিয়ারা টাঙন,
পদ্মা মেঘনা আত্রাই ফেনীর দেখছি কত ভাঙন।
ইছামতি গড়াই বালু বুড়িগঙ্গা তুরাগ,
সুরমা পশুর আড়িয়াল খাঁ করছে মাটি ভূ-ভাগ।


গোমতী বাঙালি ভদ্র তিস্তা কর্ণফুলী,
ব্রক্ষপুত্র শীতলক্ষ্যা পাড় ফসল ফলায় তুলি।
কপোতাক্ষ আন্ধারমানিক কুমার কয়রা চিত্রা,
কাটাখালি কীর্তনখোলায় হাজার মাছের মিত্রা।


বংশী ভৈরব কংস আর ধনু ডাকাতিয়া,
ধলেশ্বরী মাথাভাঙা যায় সাম্পান নিয়া।
ধানসিঁড়ি মাতামুহুরি কাঁকন রূপসা সাঙ্গু,
মধুমতি হালদা বড়াল মাছে ভরা পাঙ্গু।

বিরিশিরি শঙ্খ ময়ূর খোয়াই শিবসা নাফ,
বর্জ্য পরিষ্কার করে স্রোতে নদী করে সাফ।
নবগঙ্গা পুনর্ভবা আছে যত নদী,
লাল সবুজের বুক চিরে ভাই চলছে নিরবধি।।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ