লকডাউন অভিশাপ

করোনার পরে
ওমিক্রন হলো শুরু,
ভয়ে সকলের বুক
কাঁপে দুরু দুরু!
মনে ভর করেছে
পুরনো সে শঙ্কা,
হাওয়াতে বাজে লক
ডাউনের শঙ্কা!
রুটি রুজি রোজগার
সব হবে বন্ধ,
গতিময় এ জীবন
হারাবে যে ছন্দ।
কিভাবে যে যাবে দিন
কি করে যে চলবে!
কে বা নেবে খোঁজ কার
সে কথা কে বলবে?
কে যোগাবে খরচা
মুখেরই অন্ন,
লকডাউন অভিশাপ
গরিবের জন্য।