Skip to content

মায়ার সফেন

মায়ার সফেন

পায়ের নিচে চুমুক আঁকে ঘাসফড়িং
ছোঁয়াচে জীবন আঁকড়ে বাঁচে লাজুক শিশির
বিনম্র শ্রদ্ধায় মাথা নত করে ক্ষুধার্ত পেঙ্গুইন
বুভুক্ষু মহাদেব অপেক্ষায়; মৃতদেহ হবে প্রাণহীন!

 

ঘুমের পাহাড় গলে নেমে আসে রাত 
তোমার অপেক্ষায় ভিড় করে হতাশা
দাঁড়কাকের শব্দ জানালার কাঁচ ছুঁয়ে যায়
বিমর্ষ পন্ডিত ভবিষ্যতের ফলাফল গুনে
ঘুমহীন মায়ের চোখ; সন্তানের অমঙ্গল আশংকায়।

 

চেতনাহীন বৈরাগ্য নোঙর ফেলে ফড়িং জীবনে
দেনাপাওনার ভিড়ে ফুরোয় লেনদেন;
চোখের তলে রাত নেমে আসে,
তবুও বেঁচে থাকে মায়ার সফেন।