দমকা বাতাস
তোমার শহরতলীর ঘাটে
আমার নাও-টা ভিড়াই রাতে,
সেদিন আলোর মিছিলে
আমি ছিলাম তোমার পিছে।
ট্রামলাইনের সেই ভিড়ে
লেখা চিঠি বেনামে,
আমার শত রাতের কথা
দুটো পাতায় ঠেসে লেখা!
কোনো এক নীল সন্ধ্যার বাতি
তোমার হাতটা ধরে রাখি,
একটা দমকা বাতাসে
আমার ঘরটা হাওয়ায় ভাসে।