ছলা-কলা
কোনসে কলা- কলা না?
প্রশ্ন ধরে বলনা!
বলতে যদি না পারে,
নালিশ দেবো আপারে।
কোনসে ফলও, ফল না?
আনিস সুজন বলনা!
বলতে যদি তুইও না পাস,
আপার সামনে হাঁটু কাঁপাস।
আপা দিবে সাজা তাকে,
পড়া কেন কাজা থাকে!
প্রশ্ন কিছুই পারে না,
কথায় ঠিকই হারে না!
আপা এসে ধরবে তাকে,
তার আগেই ধর বেটাকে!
পড়া ছলা- কলা না,
কানটা ধরে মলানা!