বিজয় এলো
বিজয় এলো বাংলাদেশে
রক্তনদীর জলে ভেসে
তিরিশ লক্ষ প্রাণের দামে
লাল-সবুজের হাসি হেসে।
বিজয় এলো বাবার চোখে
মাকে ভীষণ কাঁদিয়ে শোকে
মুক্ত পাখির ডানায় চড়ে
ভাই-বোনেদের স্বপ্নলোকে।
বিজয় এলো ফুলবাগানে
গোলাপ টগর বেলির ঘ্রাণে
বঙ্গবন্ধুর হাতটি ধরে
জয় বাংলার গানে গানে।