Skip to content

৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | শনিবার | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

লাল-সবুজের কাব্য

গুলিবিদ্ধ সবুজের আহত পাঁজরে
ব্যথাতুর রাত,
চারিদিকে শুধু ঝাঁক ঝাঁক সাদা
আঁধারের ধারাপাত।

বুট ও বুলেটের দানবিক উল্লাসে
উথালপাথাল,
শান্তির পতাকাবাহী পদ্মা, মেঘনা ও
যমুনার জল।

সংশপ্তক লাল আগুনের
প্রণয়মুখর প্লাবন,
একটি ফুলকে বাঁচানোর জন্য ম
একশেষ আয়োজন।

বিজয়ী ষোল’র ঘরে লাল সবুজের
কাব্য গীতিময়,
অবশেষে কলাপাতা-রোদে নাকালের
সকাল বিজয়।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ