মুখোশ পরা বন্ধু
মুখোশ পরা বন্ধুগুলো
চারিধারে থাকে,
সুযোগ বুঝে ঢিলটা ছোড়ে
ভীমরুলের অই চাকে।
বন্ধু আমার আজ তারাই
কথার প্যাঁচে মারে,
দু’দিন আগে সেই তারাই
থাকতো বসে দ্বারে।
পরের খুশি নাম আর যশে
ওদের হিংসা আসে,
তাইতো আজি আমার নামে
মিথ্যে ফসল চাষে।
কাজ না করে বড়ো হতে
বোকারাই চায়,
তাতে বরং উল্টো ঠকে
মুখে কালি পায়।