বয়স ধরে রাখতে খান বেদানা!
ডালিম বা বেদানা যে যেই নামেই চিনি না কেন ফলটির যে অনেক উপকারিতা রয়েছে বিশেষ করে বিভিন্ন রোগ প্রতিরোধে। তা হয়তো অনেকেই জানি। কিন্তু এই ফলের বিশেষ এক উপকারিতার কথা হয়তোবা অনেকেরই অজানা। চলুন তবে কি সেই বিশেষ উপকারিতা জানা যাক-
একটু বয়স হলেই চেহারায় বয়সের ছাপ পড়বে এটাই তো স্বাভাবিক। নারীদের ক্ষেত্রে তো এই সমস্যাটি আরো আগে ধরা দেয়। কথায় বলে 'নারী কুড়িতেই বুড়ি'। তাই নারীদের জন্য উপকারী একটি ফল ডালিম। এতে উপস্থিত উপাদান আমাদের চেহারায় বয়সের ছাপ পড়তে দেয় না।
ডালিমের রসে উরোলিথিন নামক একটি অণু থাকে। এই অণুই মূলত আমাদের পেশিকে আরও শক্তিশালী করে তোলে। যার ফলে পেশি বৃদ্ধি পায়। পেশি বৃদ্ধির ফলে তা আমাদের শরীরে বয়সের ছাপ ফেলতে দেয় না।