Skip to content

১০ই জুলাই, ২০২৪ খ্রিষ্টাব্দ | বুধবার | ২৬শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

সমীকরণ

বড় জটিল সমীকরণ এ মানব জীবনের
মেলানো বেজায় কঠিন,
কভু তার হিসাব মেলে কখনো গরমেলে
শোধ হয় না জীবনের ঋণ।

সুখ মেলে কদাচিৎ বেদনা ভারাক্রান্ত হৃদয়ে
লেনদেন চলে পার্থিব জগতের,
জীবনের হিসাব খাতাটা বড় অমিলে ভরপুর
কিছুতে মেলেনা না হিসাব এর।

পরকালের পুণ্যের খাতা বিশাল শূন্যে ভরা
রঙিন স্বপ্নে বিভোর সারাক্ষণ,
মত্ত জাগতিক তামাশায়, ডাকিনি প্রভু তোমায়
শেষ বেলায় এসে অনুতপ্ত মন।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ