সারাবেলা
এক চিলতে রোদের পাশে বসে
জড়সড় ভাবনাগুলো রেখে পাশে
বৃন্ত থেকে ঝরে পড়া ফুলের মত,
বিচ্ছুরিত শব্দে গাহন করলে বলে
এ মনটা ছুঁয়ে দিলে প্রভাত বেলায়।
ঝলমলে আলোর খেলায় যে বেলায়
অক্টোপাসের মতো আঁকড়ে ছিলে,
ভালোবাসার গুঞ্জরণে পাশে এসে
কপোল ছুঁয়ে রাঙিয়ে দিলে ।
স্নিগ্ধ বিকেল হাতে রেখে হাত
কেটেছে প্রহর কত ভাবনায়,
মনে কি পড়ে কত অভিমান?
আড়াল হইনি কেউ তো কারও
পাশে আছ আজো আগের মতোই।
তুমি শরৎ সন্ধ্যা পার করে
এসে দাঁড়ালে বেলাভূমিতে,
পাশেই রেখেছ আপন করে
নীরব নিস্তব্ধ আঁধার রাতে।