করোনা মোকাবিলায় তিন কোটি রুপি যোগাড় করলো প্রিয়াঙ্কা দম্পতি
এই পর্যন্ত তাদের ফান্ডে জমা হয়েছে ৩ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি ৪৪ লাখ টাকা। সেটা ‘গিভ ইন্ডিয়া’কে দিয়েছেন এই দম্পতি। এ প্রতিষ্ঠান এই অর্থ করোনা প্রতিরোধে খরচ করবে।
এর আগে প্রিয়াঙ্কা লিখেছিলেন যে তিনি ও তাঁর জীবনসঙ্গী মার্কিন সংগীত তারকা নিক জোনাস ‘টুগেদার ফর ইন্ডিয়া’ নামে একটি ফান্ড বানিয়েছেন। সেই ফান্ডে যে কেউ যেকোন পরিমাণ অর্থ দিতে পারেন। প্রিয়াঙ্কা এই পোস্টে লেখেন, ‘আপনার দেওয়া এক হাজার টাকাও পার্থক্য গড়ে দেয়।’ প্রিয়াঙ্কার এই পোস্ট শেয়ার করেছিলেন সুপারমডেল ইরিনা শায়েক, ক্যাটরিনা কাইফসহ আরও অনেকে। মার্কিন মডেল লিলি অ্যালড্রিজও প্রিয়াঙ্কার এই ফান্ডে অর্থ দিয়েছেন।
প্রিয়াঙ্কা জানান, এই অর্থ সরাসরি করোনা আর সাধারণ মানুষের মধ্যে যারা দেয়াল হয়ে দাঁড়িয়েছেন, তাদের পেছনে খরচ হবে। অক্সিজেন উৎপাদন, ওষুধ তৈরি ও টিকার ক্ষেত্রে খরচ হবে। প্রিয়াঙ্কা আরও বলেন, ‘যতক্ষণ বিশ্বের যেকোন কোণের একটা মানুষ অনিরাপদ, ততক্ষণ আমরা সবাই অনিরাপদ। ভারত শ্বাসকষ্টে ভুগছে। ভারতের আপনাকে প্রয়োজন।’