তাহসানের সারপ্রাইজের অপেক্ষায় মিথিলা!
তারকারা বরাবরই দর্শক সারির মানুষের অনুপ্রেরণা ও অনুসরণের জায়গায় থাকেন। তাদের সিঙ্গেল লাইফের সাফল্য কিংবা লাইফস্টাইলের ভক্ত থেকে শুরু করে থাকে দাম্পত্য জীবনেও দারুণ আগ্রহ। সেই জায়গা থেকে এদেশে তরুণ প্রজন্মের কাছে আইডল জুটি হিসেবে খ্যাত ছিলেন তারকা দম্পতি তাহসান- মিথিলা৷
২০০৬ সালে এই জুটি প্রেমের সম্পর্ক থেকে বিবাহ বন্ধনে আবদ্ধ হোন। দীর্ঘ ১১ বছর সংসারের পর কোথাও একটা গড়মিলে আটকে এই তারকা দম্পতির সংসার। বিবাহ বিচ্ছেদের মধ্য দিয়ে আলাদা জীবনে এগিয়ে যান দুজনেই৷ আলোচনা সমালোচনার ঝড় সামলে দর্শক মনে কষ্ট রেখে যায় এই বিচ্ছেদ।
তবে স্বাভাবিক গতিধারার জীবন থেকে এগিয়ে বিচ্ছেদ মানেই দা-কুমড়া সম্পর্কের মত যেকোন সম্পর্ক হবে চরম পর্যায়ের ভয়ংকর এমন দৃষ্টান্তকে বদলে দুজনেই বজায় রেখেছেন সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।
তারই এক আধ ঝলক মাঝে মাঝেই দেখা যায় তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের ওয়ালে। সম্প্রতি তাহসান নিজের তার ভেরিফায়েড পেজে ‘এই শনিবার রাতে তোমার জন্য একটি সারপ্রাইজ রয়েছে।’ এমন একটি লেখা লিখে পোস্ট করলে তার প্রত্যুত্তরে মিথিলাও তার ভেরিফায়েড পেজে লেখেন, ‘রিয়েলি!!? সারপ্রাইজের অপেক্ষায় রইলাম।’
দুটো পোস্টেই ভক্ত কুলের নানারকম ইতিবাচক কিংবা নেতিবাচক মন্তব্যের জোয়ার বয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।