ফের আইসিইউতে নায়ক ফারুক
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ও ঢাকা-১৭ আসনের এমপি আকবর হোসেন পাঠান ফারুকের কিছুতেই যেন শারীরিক সঙ্কট কাটছে না। কিছুদিন আগে খানিকটা সুস্থ হওয়ায় আনা হয়েছিল সাধারণ কেবিনে। কিন্তু শারীরিক অবস্থার আবারও অবনতি হওয়ায় ফের আইসিইউতে নেয়া হয়েছে তাকে।
বর্তমানে অভিনেতা ফারুকের সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা চলছে। তার স্ত্রী ফারহানা ফারুক সিঙ্গাপুর থেকে জানান, দীর্ঘদিন কোমায় থাকার পর খানিকটা উন্নতি হয়েছিল ফারুকের। তাকে নেয়া হয়েছিল সাধারণ কেবিনে। কিন্তু দুদিনের মধ্যেই জটিলতা দেখা দেয়। তার জ্বর আসে। পরে আবার তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। ফারুকের অবস্থা এখন স্থিতিশীল। উন্নতি যা হচ্ছে, তা খুবই ধীরগতিতে। কথাবার্তা বলছেন, নড়াচড়া করছেন, তবে কম।’
ফারহানা ফারুক তার স্বামীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান।
গত ৪ মার্চ নিয়মিত চেকআপের জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল নায়ক ফারুককে। এরপর থেকে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।