নতুন বইয়ের ঘ্রাণ

বছর শেষে ঘুরে এলো
একটি নতুন বছর
পাবে হাতে নতুন বই
গুনছে সবাই প্রহর
রাত পোহালে স্কুলে যাব
পাব নতুন বই
মন খুশিতে চল সবাই
কেউনা ঘরে রই
নতুন বছর নতুন বই
নতুন করে শপথ
পড়ালেখা না শিখলে
আনব ডেকে বিপদ
বই উৎসবে হোক অঙ্গিকার
রইবনা আর পিছে
লেখা পড়া শিখে মোরা
দেশটা গড়ব শেষে।