বইয়ের মেলা

বিজ্ঞ জনের আনা গোনা
চলছে সারা বেলা,
বাচ্চা বুড়োর মিলন যেথা
সেথায় বইয়ের মেলা।
নতুন কবি নতুন লেখক
স্বপ্নে আঁকে যা,
বইয়ের মাঝে হারিয়ে যেতে
নেই তো কোন মানা।
নতুন বই নতুন স্বপ্ন
আঁকে মনে মনে,
নতুন বইয়ের গন্ধে গন্ধে
বুকটা ভরে ওঠে।
চলো সবাই জ্ঞানের মেলায়
যাই খুশি মনে,
বই কিনি বই পড়ি
অনেক ভালোবেসে।