বর্ষার দিনক্ষণ
উঠোনের কোণঘেঁষে চালের কিনার,
বর্ষার বারিধারা ঝরে ঝরঝর।
আমাদের বাড়িঘর ভিজে একাকার,
উল্লাসে মাতি সব আহা কি মজার!
টিনের চালের পরে নূপুরের ধ্বনি,
ছন্দের ছড়াকাটা তাল লয় খনি।
নাচে গাছে পত্তর ফোটায় ফোটায়,
গদমের ডালে ডালে সুবাস ছড়ায়।
বিল ঝিল জলে ভরা কানায় কানায়,
খেলায় মাতে হাঁস ও ডাহুক ছানায়।
দেখে সব মন ভরে যেথা আছে মায়,
দোলনার দোল ভুলি মেঘের ছায়ায়।