ডিসেম্বরের ষোলো
নয়টি মাসের যুদ্ধ শেষে
তিরিশ লক্ষ প্রাণের দামে
সোনার দেশে বিজয় এল
বঙ্গবন্ধুর শ্রমে-ঘামে।
পাকশাসনের অবসানে
হাসলো যত বীর বাঙালি
স্বাধীনতার ছোঁয়া পেয়ে
দিল সবাই হাতে তালি।
লাল-সবুজের নিশান হাতে
মুক্তিসেনা মিছিল করে
ষোলো তারিখ বিকেলবেলা
একাত্তরের ডিসেম্বরে।