দূরত্ব
চোখ খুললেই তোরে দেখি
মন বাড়ালেই পাই
বুকের খাঁচায় পুষে রাখি
হাত বাড়ালেই নাই!
আকাশ তলে আছি দু’জন
একই জোছনা মাখি
একই নিঃশ্বাসে বাঁচি দু’জন
একই গানের পাখি।
গত বসন্তে ছিলাম দু’জন দারুণ মুখোমুখি
পাতা ঝরা এই বসন্তে- দেইনি মনে উঁকি!
ফাগুন শোকে ফাগুন যায়- মনে কী যে দহন
একই মুদ্রার এপিঠ ওপিঠ;মায়ার আয়োজন!