Skip to content

কাকতাড়ুয়া

কাকতাড়ুয়া

কাকতাড়ুয়া কাকা'তু!
কাক তাড়াতে যা, 
ভূতের বেশ! দাঁড়িয়ে থাক
ইচ্ছে যত চা।

 

কাকতাড়ুয়া কাকা'তু
ছুঁচোখুঁটি থাক,
ক্ষেতের ভিতর আসলেতা!
ভয় দেখাবি তাক।

 

ফসল মাঠে ভূত সে নয়! 
কাকতাড়ুয়ার কুস্তি, 
ক্ষেতের ফসল বেঁচে গেল 
শালায় এতো বুদ্ধি!