মানুষ পোড়া গন্ধ
বাতাসে জীবন্ত মানুষ পোড়া গন্ধে শঙ্কিত হই
নারী ও শিশুর আর্তচিৎকারে নির্বাক হয়ে রই।
জীবন বাঁচাতে ঝাপ দেয় নদীতে অসুস্থ বৃদ্ধ
কেউ মৃত কেউবা হচ্ছে আগুনের শিখায় দগ্ধ।
তোমাদের অবহেলায় ঝরে কত রক্ত রোজ
বেওয়ারিশ লাশ পচে যায়, থাকে না খোঁজ।
স্বল্পমূল্যে কিনে নাও যত অধিকর্তার কলম
অন্ধ চোখে লাগিয়ে দাও সে শ্রীপুরের মলম?
অন্তর দিয়ে খুঁজে দেখ কতটা তোমার ভুল
পার হয়ে যাও যদি, ওপারে হিসাব হবে চুল।