চাঁদ মুখ
চাঁদ মুখের প্রিয় হাসি
প্রিয় রাসেল সোনার,
ভুবন ভোলানো মুখ তার
কোথাও নেই যে আর।
প্রাণবন্ত খুশি রাসেল
আলোকিত সেই মুখ,
চাঁদপানা মুখ দেখলে
পরে জুড়াই এ বুক।
স্বর্গপানে ভালো থাকুক
সারা জীবনময়,
ঐ হাসিতে মুক্তো ঝরে
সবার মন জয়।
কনক কুমার প্রামানিক প্রকাশ:
চাঁদ মুখের প্রিয় হাসি
প্রিয় রাসেল সোনার,
ভুবন ভোলানো মুখ তার
কোথাও নেই যে আর।
প্রাণবন্ত খুশি রাসেল
আলোকিত সেই মুখ,
চাঁদপানা মুখ দেখলে
পরে জুড়াই এ বুক।
স্বর্গপানে ভালো থাকুক
সারা জীবনময়,
ঐ হাসিতে মুক্তো ঝরে
সবার মন জয়।