চাঁদ মুখ কনক কুমার প্রামানিক প্রকাশ: ১৮ অক্টোবর ২০২২, ০৩:৩৫ পিএম · ১৮ অক্টোবর ২০২২, ০৩:৩৫ পিএম চাঁদ মুখের প্রিয় হাসিপ্রিয় রাসেল সোনার,ভুবন ভোলানো মুখ তারকোথাও নেই যে আর। প্রাণবন্ত খুশি রাসেলআলোকিত সেই মুখ,চাঁদপানা মুখ দেখলেপরে জুড়াই এ বুক। স্বর্গপানে ভালো থাকুকসারা জীবনময়,ঐ হাসিতে মুক্তো ঝরেসবার মন জয়। Share