দেশ ভাবনা

চোর ছেঁচড়ে ভরে গেছে
স্বস্তিতে নেই দেশ,
কেউ জানে না ফিরবে কখন
সুস্থ পরিবেশ।
সুশীল সমাজ চুপসে গেছে
বলে না আর কথা,
দেশজুড়ে আজ করছে বিরাজ
আজব নীরবতা।
দেখার যারা সেই সে তারা
নাক ডেকে দেয় ঘুম,
চোর ডাকুদের মহোৎসবের
তাই লেগেছে ধুম।
দেশ ও দশের দুশমনদের
ধরতে হবে ঘাড়,
আমজনতা ছাড় দেবে না
এদের বারংবার!