Skip to content

২৯শে সেপ্টেম্বর, ২০২২ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ১৪ই আশ্বিন, ১৪২৯ বঙ্গাব্দ

আত্মহত্যার বীজ অন্তরাত্মায়

প্রতিনিয়ত বুকের পাজর ভাঙে কষ্ট ঢেউয়ে
ধুকপুক শব্দে কম্পিত হৃদে আতংক ছড়ায়,
অনুশোচনা জমা পড়ে কৃতকর্মের খাতায়
বেড়ে যায় পুণ্যের দূরত্ব, অধরা সকল স্বপ্ন।

বৈচিত্র্যময় জীবন চিত্রে নাভিশ্বাসের খেলা
ভাগ্যটা দোষী হয়, মনে জমে অবিশ্বাস,
মুখ থুবড়ে পড়ে স্বপ্নলোকের কারুকার্য
ক্ষীণ হয়ে যায় বেঁচে থাকার যত আশ্বাস।

অবশেষে…
আত্মহত্যার বীজ বোনে অন্তরাত্মায়।