Skip to content

৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

দুর্গার ভবিষ্যৎ

আমার দুর্গা কাঁদছে জননী
অভুক্ত সাদা ভাতের গন্ধে।
আমার দুর্গা কেন ধর্ষিতা?
সমাজ তুমি কি উত্তর দেবে?

আমার দুর্গা যোগ্য হয়েও
কেন ধর্না দিচ্ছে রাজপথে?
আমার দুর্গা বৃদ্ধা বয়সে
কেন জুটেছে ঠাঁই বৃদ্ধাশ্রমে?

আমার দুর্গা কাঁদছে জননী
সভ্য সমাজের দোরে দোরে!
আমার দুর্গা দেশের জন্যে
প্রাণ দিয়েছে বারে বারে!

উত্তর নেই সমাজ,তোমরা কি জাগবে?
হাজার হাজার দুর্গা আজ
কেন অধিকারের লড়াই লড়বে?
স্বাধীন হতে পেরেছি কি আমরা
বার বার প্রশ্ন করেছো কি মনে?

আমার দুর্গা বাঁচতে চায়
সমাজ, তুমি কি মেনে নেবে?
কেন ওরা অধিকারের লড়াইয়ে?
বার বার নিজেদের ধূলিসাৎ করবে?

আমার দুর্গা দেশের ভবিষ্যতে
একটা নতুন বীজ বুনবে!
সেদিন হয়তো হাজার হাজার প্যান্ডেলে
দুর্গার জয় জয়কার হবে!

অনন্যা/এসএএস

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ