স্নিগ্ধ শীতল স্পর্শ
আচমকা রোদ্দুর আকাশটা ক্ষানিক মেঘলা করে
দখিনা বাতাস আর ঝড়ো হাওয়ায় ভেসে
বৃষ্টি হয়ে আসো তুমি, এ-বাগান বর্ষিত করতে।
ভিতরের সকল আকাঙ্খা, ভালোবাসা আর পূর্ণতা-
ঢেলে দিয়ে, তোমার বৃষ্টিময় সজীবতায় আমাকে সতেজ করে দাও।
এখানের প্রতিটি ফুল, পাপরি আর বৃক্ষেরা
তোমার অপেক্ষায়, অপেক্ষারত কয়েক বসন্ত ধরে।
তোমার ঐ স্নিগ্ধ শীতল জলের স্পর্শ দিতে
আর কতগুলো বর্ষা একাকী কাটাতে হবে আমায় ?