নোওয়া ডে করডেরিয়ো; সুন্দরী নারীদের গ্রাম
দক্ষিণ-পূর্ব ব্রাজিলের 'নোওয়া ডে করডেরিয়ো' গ্রাম। এটি এমন একটি গ্রাম যেখানে শুধু সুন্দরী মহিলাদেরই বসবাস। কোন পুরুষই এই গ্রামের বাসিন্দা নন। গ্রামের বাসিন্দা ৬০০ এর বেশি মহিলা-যুবতী।
গ্রামটি ইতিমধ্যে একটি মিথে পরিণত হয়েছে। কারণ অনেক যুবতী বিয়ে করতে চাইলেও, গ্রাম ছেড়ে যেতে চান না। তাই তারা এমন সঙ্গী খোঁজেন, যারা তাদের এই শর্তে রাজি হবেন। আর তাই প্রথমবারের মত এসব সুন্দরী নারীরা পুরুষদের এই গ্রামে আসতে আহ্বান জানিয়েছেন।
গ্রামটির বেশ কয়েকজন মহিলা বিবাহিত। বিবাহিত হওয়া সত্ত্বেও তারা কেউ গ্রাম ছেড়ে যাননি। তবে সপ্তাহ শেষে ২ দিনের জন্য তাদের স্বামী গ্রামে আসেন। তাদের এই নিয়মের আদলে রয়েছে একটি ইতিহাস। যে ঘটনা থেকেই এই গ্রামের গোড়াপত্তন।
সালটা ১৮৯০ । সে সময়ে এক মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়া হয়।এর পরই শ্বশুরবাড়ি ছেড়ে এই গ্রামে চলে আসেন তিনি। ১৮৯১ সালে এই গ্রামের পত্তন করেন মারিয়া সেনহোরিনা ডে লিমা। এ সময় এই এলাকায় শুধু একটি চার্চ ছিল।
অন্য মহিলারা এ ব্যাপারে জানতে পারলে, তারাও সেখানে এসে বসবাস করতে শুরু করেন। চার্চের লোকদের সঙ্গে মিলে ঘর-বাড়িও তৈরি করে ফেলেন তারা।
যারা বিয়ে করতে চান না, সিঙ্গল মাদার, আবার যারা একা থাকতে চান, তারা এই গ্রামে বাস করেন। এখানে মহিলা এবং যুবতীরা মিলে চাষ-সহ প্রয়োজনীয় সমস্ত কাজই একা হাতে করেন।
৪৯ বছরের রোজালি ফার্নান্ডেজ এ ব্যাপারে বলেন 'যখনই কোনও সমস্যা হয়, তখন আমরা মিলে আমাদের মতো করে তা মিটিয়ে নিই। আমরা বিরোধের পথে যাই না বরং ঐকমত্যে আসার চেষ্টা করি। আমরা সবকিছুই শেয়ার করি। এমনকি যে জমিতে চাষ করি তা-ও। এখানে কেউ কারও সঙ্গে প্রতিযোগিতা করে না। এখানে সবাই একজনের জন্য এবং একজন সবার জন্য।
সম্প্রতি গ্রামের সমস্ত মহিলারা মিলে কমিউনিটি সেন্টারের জন্য ওয়াইড স্ক্রিন টিভি কিনেছি। সেখানে আমরা সবাই মিলে টিভি দেখি, আনন্দ করি। আমরা এখানে প্রত্যেকে প্রত্যেকের কাপড় ব্যবহার পরতে পারি, প্রত্যেকের চুল বেঁধে দিই, নেলপলিশ লাগিয়ে দিই।'
গ্রামটিতে বসবাসকৃত সকল মহিলা এবং যুবতীই অত্যধিক সুন্দরী। গ্রামে বসবাসকারী যুবতীরা এই প্রথমবার নিজের জন্য যোগ্য সঙ্গীর খোঁজ শুরু করেছেন।
তবে শর্ত শুধু একটাই বিয়ের পর তারা এই গ্রাম ছেড়ে যেতে চান না। তাই এমন সঙ্গীর খোঁজই করছেন তারা। যারা কিনা তাদের শর্তানুযায়ী ওই গ্রামে থাকতে দেবেন।
ইতিমধ্যে ৬০০ জনের ভেতরে ৩০০ জন নারী যোগ্য পুরুষদের বিয়ের জন্য প্রস্তাব পাঠিয়েছেন। যে সকল পুরুষ তাদের এ শর্ত মেনে বিয়েতে রাজি হবেন, সেসব পুরুষের সঙ্গেই বিয়ে করবেন সেই গ্রামের সুন্দরী নারীরা।