কী চমৎকার সৃষ্টি
মুগ্ধ নয়ন ভরে যায় মন
প্রভুর সৃষ্টির রূপে,
পূণ্যভবে ধন্য সবে
দেখে রবির ধুপে।
নীল আকাশে মেঘের ভেলা
সাদাকালোর আড়ি,
সাগর-নদে ঢেউয়ের মেলা
পাখপাখালির সারি।
পাহাড় পর্বত চাঁদ তারা আর
বৃক্ষলতা বৃষ্টি,
দৃষ্টিনন্দন ফুল আর ফলে
কাড়ে মানব দৃষ্টি।
দিনের আলো রাতের আঁধার
কী চমৎকার সৃষ্টি,
জলে স্থলে সবখানে পাই
তোমার অপার কৃষ্টি।
জন্ম মৃত্যু সৃষ্টি প্রলয়
বিধির বিশাল হাতে,
সব মানুষকে ক্ষমা করে
রেখো তোমার সাথে।
অনন্যা/এসএএস