যিশুর শান্তির ধরা
বড়দিনে আজ হবে ধূমপান
গির্জায় বাজবে ঘণ্টা
হেসে খেলে কাটবে যে দিন
সান্টা দেবে উপহারটা,
কেক মিষ্টি আর সেই সাথে
ফুল পাখি ও তারা
অপরূপ সাজে ক্রিসমাস ট্রি
বইবে আনন্দ ধারা,
নারী পুরুষ ও শিশু সকলে
আনন্দে হবে মাতোয়ারা
এসো সবাই মিলে গড়ে তুলি
যিশুর শান্তির ধরা।