Skip to content

৭ই জুন, ২০২৩ খ্রিষ্টাব্দ | বুধবার | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

মানুষ বড় অসহায়

সুগন্ধার জলে জীবন্ত পুড়ছে
জলে ঝাঁপ দিচ্ছে মানুষ
সাঁতরে যদি পার হওয়া যায়
কুণ্ডলীর ভেতর যেন তুষ।

 

ফরফর করে পুড়ছে, পুড়ে যাচ্ছে
জলে ডুবে যাচ্ছে, ডুবে যাচ্ছে
শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে আসছে
পোকার মতো মানুষ।

 

টাইটানিক দেখে
এতো মন কেঁদেছে গোটা পৃথিবীর
জলের ওপর জ্বলছে জাহাজ
আর্তনাদ, বাঁচার আর্তি জীবন্ত যাত্রীর।

 

জ্বলন্ত ট্রেনের মতো, খবরে
দেখলে মনে হবে যেন সিনেমা
জীবন পথের যাত্রীদের নিয়ে
একটু কী তবে কাঁদবে না।

 

মন, ওগো মন
হঠাৎ হঠাৎ কতো কী যে ঘটে যায়
মানুষ! হায় মানুষ!
দুর্ঘটনার কবলে বড় অসহায়।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ