কর্মফল

আমাকে অপমান করিতে পারে
এমন মানুষ নাই,
যদি না অপমানিত আমি
নিজেই হতে চাই।
আমাকে অবহেলা করিতে পারে
এমন কেউ নাই,
যদি না অবহেলিত আমি
নিজেই হতে চাই।
আমাকে পাপ করাতে পারে
এমন কেউ নাই,
যদি না পাপ আমি
নিজেই করিতে চাই।
অপমান অবহেলা পাপ সবই
আমার কর্মফল
নিজেকে নিজেই করিয়াছি শেষ
শূন্য ভাগ্যফল।
অনন্যা/এসএএস