Skip to content

২৫শে সেপ্টেম্বর, ২০২২ খ্রিষ্টাব্দ | রবিবার | ১০ই আশ্বিন, ১৪২৯ বঙ্গাব্দ

শরৎ

শরতের বাতাসে উড়ে আসে
চঞ্চল মেঘ যেন প্রজাপতি সে,
ঐ নীল আকাশের উঠোনজুড়ে
করে খেলা ডানা মেলে নেচে নেচে।

নদীর পাড়ে কাশফুলেরা খাচ্ছে দোল
ঢেউয়ের তালে উঠছে আজ অচেনা বোল,
পাখিরা ঝাঁকে ঝাঁকে উড়েছে খুশিতে
শরৎ যেন হঠাৎ করে উৎসবের দিয়েছে ডাক,
ফুলের দল উতলা মনে খাচ্ছে হাওয়া
ফড়িং উড়ছে মনমাতানো বিকেল বেলা।

আবীর রঙা সন্ধ্যায় আলো মাখিয়ে
আকাশটাকে শরৎ যেন রাঙিয়ে দিল,
রঙবেরঙের ঘুড়ি গুলো পাখনা মেলে
আকাশজুড়ে ঢেউ তুলে উড়ে বেড়ালো।

অনন্যা/এসএএস