ঝড় থামালো খুকু

হঠাৎ আকাশ কালচে হয়ে
করলো শুরু কান্না,
জোরসে এসে দমকা হাওয়া
থামিয়ে দিলো রান্না।
রইলো না চাল খুকুর ঘরে
উড়লো খানিক শূন্যে,
দোহাই লাগে কালবোশেখী
অন্যদিকে মোড় নে।
খুকুর খেলা ভাঙলি রে ঝড়
ভাঙলি সাথে মনটা,
তাই তো খুকু থামিয়ে দিলো
বাজিয়ে পাগলাঘণ্টা।