নিঃশ্বাসে নির্ঝরের স্বপ্ন
জলের মেঘ সেই কবে ফিরে গেছে
যাযাবর ফেরারি চিলের ডানায়,
এখন এসেছে শরৎ—রাতের আঁধারে
তৃণের মত সুখগুলো শিশিরে ভিজায়।
নিঃসঙ্গ দুঃখের কুয়াশার কুহক চাদর
ঢেকে দেয় চকচকে সোনালি সকাল,
ফুলবাগিচায় পাখিরা সিম্ফনি সুরে
আজ আর হয় না প্রণয়ী মাতাল।
আকাশটা ভরে যাক জোছনার ঢেউ
নিকষ অন্ধকারে শব্দেরা নির্বাক
নিঃশব্দ চিৎকারে ছুঁয়েছে অভিশাপ
নির্ভার নক্ষত্রগুলো অন্ধকার গিলে খাক।
খুটে খাক পাখিরা ফসলি শস্যের কীট
প্রাণ পাক অনাহূত বিষণ্ণতা স্বপ্নভ্রুণে,
বৃষ্টিঝরা বিকেলটা আবার ফিরে আসুক
দিগন্ত ছেয়ে যাক সবুজ আস্তরণে।