নরক এসেছে, দেবীও তাই
কাজল অভিনীত নতুন সিনেমা ‘মা’-এর প্রথম পোস্টার প্রকাশিত হয়েছে। এই ছবিতে তিনি এক সাহসী মায়ের চরিত্রে অভিনয় করেছেন। এখানে তার মেয়ের ভূমিকায় দেখা যাবে শিশু অভিনেত্রী খেরিন শর্মাকে।
সিনেমার পোস্টারে দেখা যাচ্ছে, বিষণ্ণ মুখে মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছেন কাজল। ছবির ট্যাগলাইন ‘নরক এসেছে, দেবীও তাই…’ গভীর এক রহস্য ও উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। গল্পটি মূলত এক মায়ের সংগ্রাম, সাহস এবং ভালো-মন্দের লড়াইকে কেন্দ্র করে তৈরি।
কাজল নিজেই সামাজিক মাধ্যমে পোস্টারটি শেয়ার করে জানিয়েছেন, ‘যুদ্ধ শুরু হবে ২৭ জুন ২০২৫। আপনার কাছের সিনেমা হলে চলে আসুন।’
সিনেমাটি পরিচালনা করেছেন বিশাল ফুরিয়া এবং প্রযোজনায় রয়েছেন অজয় দেবগন, কুমার মঙ্গত পাঠক ও জ্যোতি দেশপান্ডে। চিত্রনাট্য লিখেছেন সাইউইন কোয়াড্রাস। কাজল ছাড়াও ছবিতে অভিনয় করেছেন রনিত বোস রায়, ইন্দ্রনীল সেনগুপ্তসহ আরও অনেকে।
‘মা’ সিনেমাটি হিন্দি, তামিল, তেলেগু ও বাংলা ভাষায় মুক্তি পাবে।
এদিকে কাজলের ভক্তদের জন্য আরও সুখবর—এরপর তাকে দেখা যাবে ‘মহারাগ্নি’ ও ‘সারজামিন’ সিনেমায়।