অবগাহন
একটি বাকলে বাস
শিকড়ে শিকড় জড়িয়ে গেলে বেঁচে থাকা দায়।
দ্রবণ, সেতো চিরহরিৎ সর্বনাশ
চাঁদ ডোবা জলে আমার স্থান তবে কোথায় ?
ভালোবাসা ডুবে গেলে, ভেসে ওঠে মন
মনটা পুড়ে গেলে, চিরকালীন দহন।
রাতের গভীরে সুসংহত যত অনুরণণ
বজ্র ফাটলের মতো বেঁচে থাকা ত্রাস।