বিদ্রোহী বীর
কাব্য, ছড়া, গল্প, গানে
সেরা কবি নজরুল,
অগ্নিবীণা বাজিয়ে তিনি
গান গেয়েছেন বুলবুল।
লেটোগানে মাতিয়েছিলেন
মানুষজনের হৃদয়,
বিদ্রোহী বীর সব্যসাচী
সব করেছেন বিজয়।
তাঁর লেখাতে সাহস পেয়ে
ওঠেন ভীরু গর্জে,
সবার প্রিয় আপন তিনি
নয় তো কারও পর যে।
তাঁর তুলনা হয় না আজও
দেশের কারও সঙ্গে,
অনন্তকাল থেকেই যাবেন
তিনি সোনার বঙ্গে।