শীতের সকালে
শীতের সকালে কুয়াশাচাদরে
ঢেকে যায় চারিপাশ,
শিশিরের জল ধুয়ে দেয় পথ
গাছপালা, মাঠ, ঘাস।
সুয্যিমামার মলিন বদন
দেখা যায় মাঝে মাঝে,
চাষিরা সবাই ব্যস্ত থাকেন
রবিশস্যের কাজে।
শীতল বাতাস বয় ঝিরিঝিরি
গাছের পাতারা ঝরে,
গাঁয়ের লোকেরা আগুনের তাপে
নেয় গা গরম করে।
মাদুর বিছিয়ে ছেলে ও মেয়েরা
নতুন বইকে পড়ে,
খেজুরের রস, গুড়, পিঠাপুলি
খায় সবে মজা করে।
জ্যাকেট-চাদর শাল-সোয়েটার
দেয় সকলেই গায়ে,
শীতের সকালে ভুল করে কেউ
হাঁটে না আদুল পায়ে।