Skip to content

২১শে মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ঈদের বায়না

খোকা খুকি পাল্লা দিয়ে
করছে কেনাকাটা,
বাবা মায়ের ভর্তি পকেট
যাচ্ছে হয়ে ফাঁকা।

খোকা নিচ্ছে জামা জুতো
আরও অনেক কিছু,
খুকি নেবে লেহেঙ্গা তাই
ধরছে মায়ের পিছু।

সকাল বেলা নামাজ শেষে
ঘুরতে যাবে খোকা,
বাবার সাথে প্লান সে করে
বসে আছে একা।

খুকি সাজে স্বপ্ন পরী
মাথায় ফুলের বাহার,
ঘুরতে যাবে ফুচকা,বাদাম
এইতো শুধু আহার।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ