Skip to content

১লা এপ্রিল, ২০২৩ খ্রিষ্টাব্দ | শনিবার | ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

আমাদের গ্রাম

এই সবুজ-শ্যামল বাংলার গ্রামকে বড় ভালোবাসি;
কোলাহলময় দূর-শহরে যতই যায় না কেন আমি_
ফের পাখিদের মধুর কূজন, দখিনা উদাস সমীরণ,
তাদের পিছুটানে আবার এই গাঁয়েতে ছুটে আসি।

 

এই অনন্য রূপসী বাংলার কোকিলের মিষ্টি গানে,
মুগ্ধ করে হৃদয় আমার, বাজে সুখের ধ্বনি প্রাণে।
তাহারই আম, কাঁঠাল, লিচু ও বটবৃক্ষের ঘন ছায়া
ভুলায় আমায় নিয়ন-আলোকিত দূর শহরের মায়া। 

 

ঘাসদুলা অবারিত বাতাসে পল্লিবাসী পাই যে শান্তি,
বৃক্ষ ছায়ায় ক্লান্ত পথিক হারাই যে পরনের ক্লান্তি।
হেমন্তের শস্য ভরা মাঠ, পুকুরের শাণ দেওয়া ঘাট,
শরতের স্নিগ্ধ নীল আকাশ, কবিমন করে যে উদাস!

 

আমাদের গাঁয়ে নেই ভাই অত্যাচার-প্লাবন-খরান,
নেই গো ভেদাভেদ, একসাথে থাকি হিন্দু-মুসলমান।
ঈদানন্দ করি ভাগাভাগি সবে করি দুর্গাপূজা
জাতিভেদ, ধর্মভেদ নেই হেথা সকলে সরলসোজা।

 

মন কভু যেতে নাহি চাই ছাড়িয়া এই বাংলার মাটি,
জন্মভূমির মৃত্তিকার চেয়ে জগতে আছে কি খাঁটি!

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ