“প্লাস্টিক মুক্ত ধরিত্রী, গড়বো আমরা অরিত্রী”
অরিত্রী ফাউন্ডেশন ১লা এপ্রিল ২০২২ তারিখে "প্লাস্টিক মুক্ত ধরিত্রী, গড়বো আমরা অরিত্রী" স্লোগানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটি দিন ব্যাপী অনুষ্ঠান আয়োজন করে। অনুষ্ঠানটি কুইজ প্রতিযোগিতার মাধ্যমে শুরু হয় এবং গাছ লাগানো, ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ডাস্টবিন বিতরণ, রিসার্চ পেপার প্রেজেন্টেশন এবং একটি কালচারাল প্রোগ্রামের আয়োজন করা হয়৷ এতে একটি ডিসপ্লে টেবিল রাখা হয় যাতে প্লাস্টিক এর পরিবর্তে কি কি ব্যবহার করা যায় তা রাখা হয়।
কুইজ প্রতিযোগিতায় প্রথম হন সুদর্শন স্যান্নাল, পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। ইভেন্টটি আয়োজন করেন অরিত্রী ফাউন্ডেশন, বশেমুরবিপ্রবির স্বেচ্ছাসেবকেরা।
অনুষ্ঠানটি দুপুর ৩ টায় শুরু হয়ে সন্ধ্যা ৭.৩০ এ শেষ হয়। আবুল্লাহ বিন কায়জার, পার্থ প্রতীম ব্রহ্ম, ইফাত সৌমি, এস এম হৃদয়, তৌফিয়া প্রমুখের নেতৃত্বে এ ইভেন্টটি সম্পন্ন হয়। ইভেন্টটি তে বিশ্ববিদ্যালয়ের মিউজিশিয়ানরা পারফর্ম করেন।
উল্লেখ্য, অরিত্রী ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী সংগঠন যেটি বাংলাদেশ থেকে প্লাস্টিক দূষণ কমানোর জন্য কাজ করে যাচ্ছে।